ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে দগ্ধ ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে দগ্ধ ৭ আগুন

ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ওই এলাকার কামাল স্টিল মিলস লিমিটেডের একটি কারখানায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ সাত শ্রমিকরা হলেন-রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

কারখানার সুপারভাইজর সনজিৎ মণ্ডল জানান, তারা রাত্রিকালিন ডিউটি করছিলেন। সাতজন কারখানায় লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়।  পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, দগ্ধ সাতজন চিকিৎসার জন্য হাসপাতালের বার্ন ইউনিটে আসে। এর মধ্যে বাবরের শরীরের ছয় শতাংশ দুলালের ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। বাকি চারজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।