গ্রেফতার খোরশেদ আলম। ছবি: বাংলানিউজ
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ব্যাংকে চুরিসহ চারটি ডাকাতি মামলার আসামি খোরশেদ আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার কাজিরখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোহসিন চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাংকে চুরিসহ চার ডাকাতি মামলার আসামি খোরশেদকে গ্রেফতার করা হয়েছে।
আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
এসআর/এএটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।