রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইমারি শিক্ষক ২০১৮ সালের নিয়োগে এবারই প্রথম সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
বক্তারা আরও বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগে বঞ্চিত হয়েছে, তাদের সবাইকে ২০১৪ সালের মতো প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, রিড জটিলতার কারণে ২০১৪ থেকে ’১৮ সাল পর্যন্ত প্রাইমারি নিয়োগের সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির সময়সীমা শেষ হওয়ার এটাই ছিলো তাদের শেষ সুযোগ। প্রাথমিক বিদ্যালয়ের আসন শূন্যের ভিত্তিতে নিয়োগ বঞ্চিত ৩৭ হাজার ১৪৮ জন মেধাবী চাকরিপ্রার্থীদের নিয়োগের সুপারিশ করতে জোর দাবি জানান।
প্রাথমিক সহকারী নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সারাদেশ থেকে আগত চাকরিপ্রত্যাশীরা।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
পিএস/এএটি