ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবি মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইমারি শিক্ষক ২০১৮ সালের নিয়োগে এবারই প্রথম সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণপ্রার্থীর মধ্যে ১৮ হাজার ১৪৭ জনের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগ বঞ্চিত হয় ৩৭ হাজার মেধাবী চাকরিপ্রত্যাশীরা।

বক্তারা আরও বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগে বঞ্চিত হয়েছে, তাদের সবাইকে ২০১৪ সালের মতো প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, রিড জটিলতার কারণে ২০১৪ থেকে ’১৮ সাল পর্যন্ত প্রাইমারি নিয়োগের সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকরির সময়সীমা শেষ হওয়ার এটাই ছিলো তাদের শেষ সুযোগ। প্রাথমিক বিদ্যালয়ের আসন শূন্যের ভিত্তিতে নিয়োগ বঞ্চিত ৩৭ হাজার ১৪৮ জন মেধাবী চাকরিপ্রার্থীদের নিয়োগের সুপারিশ করতে জোর দাবি জানান।

প্রাথমিক সহকারী নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সারাদেশ থেকে আগত চাকরিপ্রত্যাশীরা।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
পিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।