শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত সিনথিয়া মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার আরজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন খানের মেয়ে।
তার গলায় ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। সিনথিয়ার স্বামীর নাম তুহিন ভূঁইয়া। তাদের ১১ বছরের সংসারে কোনো সন্তান নেই।
কদমতলী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, ওই কাউন্সিলরের বাড়ির চারতলায় তারা ভাড়া থাকতেন। কাউন্সিলর থাকেন দ্বিতীয় তলায়।
সিনথিয়ার ভগ্নিপতি আব্দুস সালাম হাওলাদার জানান, ১০ বছর আগে সিনথিয়া ও তুহিনের বিয়ে হয়েছে। তাদের কোনো সন্তান নেই। তুহিন গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট মোবাইল এক্সেসরিজের দোকান আছে। শনিবার রাত ১১টার দিকে তুহিন আমাকে ফোন দিয়ে জানায় সিনথিয়া মারা গেছে। তবে সে কীভাবে মারা গেছে তা বলেনি। এরপর ওই বাসায় গিয়ে দেখি বিছানায় তার মরদেহ। তখন বাসায় পুলিশ, সিআইডিসহ আরও অনেক লোক ছিল। সিনথিয়ার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিনথিয়ার স্বামীই তাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
কামরুজ্জামান বলেন, আমরা রাতে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের আগে সিআইডি ক্রাইমসিনে এসে আলামত সংগ্রহ করে। মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। ওই নারীর মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এজেডএস/এফএম