রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করা হবে।
তিনি আরও বলেন, রেলওয়ের সমস্ত জায়গা, পরিত্যক্ত জায়গা ও বেদখল হওয়া জায়গা ধীরে ধীরে উদ্ধার করবো।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের পূর্ব বিভাগের মহা-পরিচালক সামছুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের উপ-পরিচালক (অপারেশন) ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের জিএম নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের প্রধান প্রকৌশলী সুভক্ত গীন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনটি