ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রত্যেক জেলায় রেললাইন সম্প্রসারণ করা হবে: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
প্রত্যেক জেলায় রেললাইন সম্প্রসারণ করা হবে: রেলমন্ত্রী

সুনামগঞ্জ: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার নিরাপদে যাতায়াতের জন্য প্রত্যেক জেলায় রেলপথ সম্প্রসারণ করছে। যতটুকু সম্ভব রেল যাতে আগামী দিনে অন্যতম একটা বাহন হিসেবে দেশের ১৬ কোটি জনগণের বন্ধু হিসেবে যেন পাশে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করছি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করা হবে।

ভোলাগঞ্জ রোপওয়ে আমরা পরিদর্শন করেছি, কিভাবে একে কাজে লাগানো যায় তা পরিকল্পা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রেলওয়ের সমস্ত জায়গা, পরিত্যক্ত জায়গা ও বেদখল হওয়া জায়গা ধীরে ধীরে উদ্ধার করবো।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের পূর্ব বিভাগের মহা-পরিচালক সামছুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের উপ-পরিচালক (অপারেশন) ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের জিএম নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের প্রধান প্রকৌশলী সুভক্ত গীন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।