রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের হাউজিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাকিব জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের ভাবাকি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত করতে কাজের অংশ হিসেবে শহরের হাউজিং মোড়ে রাস্তার দু’পাশের গাছ কাটার কাজ চলছিল। দুপুরে রাস্তার ওপরে ফেলে রাখা গাছের একটি গুঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান রাকিব। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসআরএস