রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামানের নির্দেশনায় অতিঃজেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মসলা জাতীয় খাদ্যদ্রব্যে কাওন ধানের কুঁড়া, বেসন পাউডার ও রং মেশানোর অপরাধে নারায়ণ ক্র্যাশিং মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও সাংবাদিক সৌরভ পাটোয়ারী। এ সময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসএইচডি/এএটি