ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কলেজছাত্র অভিষেকের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
কলেজছাত্র অভিষেকের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

সিলেট: কলেজছাত্র অভিষেক দে দ্বীপের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন তার সহপাঠীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরের টিলাগড় এমসি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিলাগড় পয়েন্টে যান শিক্ষার্থীরা।

এর আগে টিলাগড় পয়েন্টে মানববন্ধন করতে গেলে পুলিশের অনুরোধে কর্মসূচি পরিবর্তন করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

নিহত অভিষেকের চাচাতো ভাই বিজয় দে বলেন, পুলিশের অনুমতি নিয়ে পরবর্তীতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে টিলাগড়ে পূর্ববিরোধ থেকে দলীয় কর্মীদের ছুরিঘাতে খুন হন অভিষেক দে দ্বীপ। ঘটনার পর হত্যায় জড়িত ছাত্রলীগকর্মী সৈকতকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখায় পুলিশ। নিহত অভিষেক নগরের শিবগঞ্জ সাদিপুর এলাকার দিপক দে’র একমাত্র ছেলে।

এদিকে, শনিবার রাতে সৈকতকে প্রধান আসামি করে চারজনের নামোল্লেখসহ আটজনের বিরুদ্ধে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত অভিষেকের বাবা দিপক দে। ওই মামলায় সৈকতকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম।

তিনি বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময়:১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।