রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বনি কেডিসি কলোনী এলাকার দ্বীন ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরছিল বনি। পথে চাঁদমারী এলাকায় এলে তার ওপর হামালা চালায় এলাকার কতিপয় যুবক। এ সময় তারা বনিকে কুপিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআই মো. কালাম বনিকে উদ্ধার করেন এবং হামলাকারীদের মধ্য থেকে দু’জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বনিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বনি জানায়, কয়েকদিন আগে চাঁদমারী এলাকার যুবক আরিফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ জের ধরে আরিফসহ ৮/১০ জন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল জানান, ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এমএস/আরবি/