ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বহিষ্কার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়। রোববার (০৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে বিষয়টি জানা যায়।

জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই ছয়জন রোহিঙ্গা নাগরিককে জন্ম সনদ দেওয়া হয় বাধাঘাট ইউনিয়ন পরিষদ থেকে। পরে ১৪ সেপ্টেম্বর পাঁচটি জন্ম সনদসহ রোহিঙ্গাদের আটক করে বাধাঘাট পুলিশ ফাঁড়ি। পুলিশের হাতে ধরা পড়া রোহিঙ্গাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।