ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জয়পুরহাট কারাগারে আসামির মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট জেলা কারাগারে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিউল ইসলাম নামে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রয়েল তাকে মৃত ঘোষণা করেন।

রবিউল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলার উপজেলার তিলাবদুল বটতলী নামা পাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে।

জয়পুরহাট কারাগারের জেলার তারেক হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে কারাগারে নিয়মিত আসামি গণনার কাজ চলছিল। তখন রবিউল পরপর দুই বার বমি করে। প্রথমে তাকে কারাগারের ভেতরে থাকা চিকিৎসালয়ে দেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে নিকটবর্তী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রয়েল তাকে মৃত ঘোষণা করেন।

জেলার তারেক হোসেন আরও জানান, ২০১৯ সালের ১৯ আগস্ট একটি মাদকের মামলায় রবিউল ইসলাম জেল হাজতে আসেন। এর আগেও রবিউল মাদকের আরও একটি মামলায় কারাগারে এসেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।