ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিক

সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে তিন জন আক্রান্ত হয়েছে। এই তিন জনের মধ্যে এক বাংলাদেশি শ্রমিক আছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসে এই প্রথম কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর এলো।

 

সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২৬ জন নারী ১৭ জন।

আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, নিরাপত্তার খাতিরে ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি। সোমবারের মধ্যে তাঁর সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এ মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত ওই বাংলাদেশিকে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  

তাছাড়া তাঁর স্বাস্থ্যের পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় সব কিছু বাংলাদেশ হাইকমিশন করছে বলেও জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ভাইরাসের লক্ষণ বুঝতে পেরে বাংলাদেশের ওই কর্মী ৩ ফেব্রুয়ারি সাধারণ একটি ক্লিনিকে যান। ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসকের পরামর্শ নিতে যান চেঙ্গি জেনারেল হাসপাতালে। ৮ ফেব্রুয়ারি নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনা ভাইরাসে তাঁর আক্রান্তের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেন। পরে তাঁকে এনসিআইসিডিতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এমএএম/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।