রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মাদবরেরচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের মাদবরেরচর এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত শাহাদাত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দী গ্রামের হাচিলত খলিফার ছেলে।
জানা গেছে, কাওড়াকান্দি ঘাট থেকে একটি মোটরসাইকেলে করে মাদবরেরচর চেয়ারম্যান বাড়ির কাছে যাচ্ছিল শাহাদাত।
মাদবরের চর বাজার পার হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটসাইকেলে থাকা শাহাদাত ও শাহীন ব্যাপারী (২৮), দুই আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহাদাত খলিফাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শ্যামল বিশ্বাস জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যায়। অপরজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এবি