ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: প্রথমবারের মতো বিশ্বকাপ জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়ের পাশাপাশি কোচ, ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।  

অভিনন্দন বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, চারবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়ী শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় অবিস্মরণীয় ও গৌরবের।

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের এ বিশ্বজয় বাংলাদেশ ক্রিকেট দলকেও অদূর ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা জোগাবে।

ক্রিকেটারদের লড়াই করার এ মানসিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও এসময় তিনি আশা প্রকাশ করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ভারতকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারিয়ে জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০ 
এইচএমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।