রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় তিনি চ্যাম্পিয়ন তরুণদের এই সাফল্যকে ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের এই অর্জন অত্যন্ত গৌরবের। টুর্নামেন্টের শুরু থেকেই খেলোয়ারদের লড়াকু মনোভাব ছিলো অসাধারণ। আজকের এই অবিস্মরণীয় জয় আগামী দিনের বিজয় রথে অনুপ্রেরণা যোগাবে। গৌরবময় এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আরও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসএমএকে/ওএফবি