গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জহিরুল ইসলাম (৫৭) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত জহিরুলের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম নামে এক কয়েদি।
এ সময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জহিরুল ইসলাম ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে কারাগারে বন্দি রয়েছেন। গত ৩০ জানুয়ারি থেকে জহরিুল এ কারাগারে বন্দি ছিলেন।
এর আগে তিনি ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।