সোমবার (১০ ফেব্রুয়ারি) রমেক হাসপাতালে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র।
জাতীয়
চীনফেরত সেই শিক্ষার্থীকে রমেক থেকে ঢাকায় স্থানান্তর
রংপুর: করোনা ভাইরাস সন্দেহে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
চীনফেরত শিক্ষার্থীর নাম আলামিন, তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা মদনপুর এলাকায়।
সোমবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। উপরের নির্দেশে এর বেশি কোনো তথ্য তারা সাংবাদিকদের জানাতে চাননি। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দু’টি মোবাইল নম্বর দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার প্রমুখ।
হাসপাতাল সূত্র জানায়, চীনফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। রোববার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রমেক হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এএটি