ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ধামরাইয়ে বাসচাপায় নারী নিহত

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় জহুরা (৩২) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের ধামরাইয়ের মহিষাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জহুরা ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মহিশাষী এলাকার ইদ্রিস আলীর স্ত্রী।

তিনি ওই এলাকায় তার স্বামী ইদ্রিস আলীর সাথেই থাকতেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদ বাংলানিউজকে জানান, সকালে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন জহুরাসহ তার পরিবার। তারা ধামরাইয়ের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেইক ফেল করে তাদের চাপা দেয়। এসময় জহুরাসহ আরও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত জহুরারার পরিবারের ৪ সদস্যসহ আহত ৫ জনই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বাস ও বাস চালক কাইয়ুমকে (৩৩) আটক করা হয়েছে। সেই সঙ্গে মৃতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।