সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই গৃহবধূর উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত সুরাইয়া আক্তার ৪ নম্বর ওয়ার্ড উত্তর শুল্লকিয়া গ্রামের ওহিদুল হকের মেয়ে ও একই এলাকার নোমান সিদ্দিকি সোহেলের স্ত্রী।
মৃত গৃহবধূর মামা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে উত্তর শুল্লকিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে স্থানীয় নোয়ারহাট বাজারের ব্যবসায়ী সোহেলের সঙ্গে সুরাইয়ার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে সোহেল ব্যবসার জন্য টাকা চেয়ে ও বিভিন্ন অজুহাতে সুরাইয়াকে মারধর করতেন। এনিয়ে একাধিকবার সামাজিকভাবে জনপ্রতিনিধিদের নিয়ে বসে মিমাংসাও করে দেওয়া হয়। কিন্তু এরপরও সুরাইয়ার ওপর তাদের অত্যাচার থামেনি।
সর্বশেষ রোববার দুপুরে সুরাইয়া তাদের মোবাইল ফোনের মাধ্যমে জানায় সোহেল ও তার বাবা নূর মোহাম্মদ টাকার জন্য তাকে মারধর করেছে। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সুরাইয়ার বাবা-মাকে মোবাইলে খবর দেওয়া হয় সুরাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, সন্ধ্যা বা রাতে কোনো একসময় সোহেল ও তার বাবাসহ পরিবারের লোকজন সুরাইয়াকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে তার ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এনটি