সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউসুফ আলী সদর উপজেলার সরাইচন্ডী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কুমার দত্ত বাংলানিউজকে জানান, ২০১৩ সালে বগুড়ায় একটি সিএনজি চালিত অটোরিকশা ডাকাতির পর চালককে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম আসামি ইউসুফ আলী। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ মামলায় ২০১৬ সালের ২৯ নভেম্বর বগুড়া জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এনটি