সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুঠাপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৭ নভেম্বর বিকেল ৪টার দিকে বিনোদপুর এলাকার আলকাছ হোসেনের আমবাগান থেকে আসামি কবির হোসেনকে আটক করে র্যাব-৫। তখন তার কাছ থেকে জব্দ করা হয় দুই হাজার ১৭২৬ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ ৯৪ টাকা। এ ঘটনায় মামলার পর শিবগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আসামি করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় ঘোষণা করেন আদালত।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এনটি