সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার গুয়াতলা এলাকার শহিদ মজুমদারের বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে পৌরসভার গুয়াতলা এলাকার শহিদ মজুমদারের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেয় এক দম্পতি।
ভাড়া নেওয়ার তিন দিনের মাথায় বাসায় তালা দিয়ে ওই ভাড়াটিয়ারা কোথায় যেন যায়। এরপর আর তারা বাসায় আসেনি। ভাড়া নেওয়া ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন বাসার পেছন দিকে গিয়ে দেখতে পায় ঘরে একটি মরদেহ পড়ে আছে। তখন স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে বাসা ভাড়া নেওয়া ওই দম্পতির পরিচয় পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন জানান, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। তবে মৃত ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএ