সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেমি একই উপজেলার শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরের ছেলে।
আহতরা হলেন- আ. রহিম (৪০) ও মো. ইলিয়াস। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বন্ধু মামুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির সামনের ওই বাসস্ট্যান্ডে নিজ মোটরসাইকেলে বসা ছিলেন জেমি। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালক খোকন গাজীকে (৪৭) আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস