সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকার এম কে ফুডস ও এম এম কনজুমার নামে এ দুই কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- মো সুমন মোল্লা, মো. রকিবুল ইসলাম, মো. ফয়সাল আহম্মেদ, মো. রাজু বেপারী, মো. খায়রুল আলম, মো. হাবু বেপারী, মো. রাকিব হোসাইন, মো. আব্দুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. তাহমীদ ইসলাম, মো. আনোয়ার হোসেন ও মো. রাশেদ গাজী।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- এ দুই কারখানা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অননুমোদিত যৌন উত্তেজক শরবত এবং ভেজাল কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ১২জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২
এমএ/