ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে কনস্টেবলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে কনস্টেবলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামি আসাদুল ইসলাম (২৯) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। আসাদুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 

কারাসূত্র জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজি মামলায় আসামি হিসেবে আসাদুল ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসে। সোমবার দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে আসাদুলের মৃত্যু হয়। তার মরদেহটি ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।