সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন নিশ্চিত করতে সভা করা হয়েছে।
'শুধু তাই নয় শহীদ মিনার এলাকাসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা, উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ সব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কেন্দ্রী শহীদ মিনার ও তার আশেপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। দেশের যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অমর ২১শে অনুষ্ঠানের আয়োজন করা হয় সে অনুষ্ঠানগুলোরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। '
একুশের ফেব্রুয়ারি সংক্রান্ত সভা শেষে মন্ত্রী আরও জানান, এখন আরও একটি সভা হবে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে আসছেন। আপনারা জানেন, তার নিমন্ত্রণে আমি তুরস্ক সফরে গিয়েছিলাম। তখন তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশে আসবেন। সেই অনুযায়ী আগামী ১৮ তারিখ আসবেন তিনি। সেটা নিয়েও আমরা সভা করবো।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জিসিজি/এইচজে