ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বকাপজয়ী দলকে মন্ত্রিসভার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
বিশ্বকাপজয়ী দলকে মন্ত্রিসভার অভিনন্দন

ঢাকা: চারবারের শিরোপাজয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় টাইগার যুবাদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে যুব টাইগাররা রোববার বিজয়ী হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তাদের অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ আজ আনন্দে ভাসছে। ‘আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সব পর্বে বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে একটি পরিপূর্ণ সুসংহত দল হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করেছে। এ বিজয় বাংলাদেশকে একটি গৌরবময় এক স্থানে নিয়ে গেছে। ’

শেখ মুজিবুর রহমান বলেন, মুজিববর্ষের সূচনালগ্নে নতুন প্রজন্মের বিশ্বকাপ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমাণে এক অনন্য সংযোজন, এক অসাধারণ অর্জন।

‘মন্ত্রিসভা কমিটি মনে করে, এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ক্রীড়া উন্নয়নে গৃহিত ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কর্মসূচির ফলপ্রসূতার পরিচায়ক। মন্ত্রিসভা এও আশা করে যে প্রথমবারের মতো এ অর্জন অনূর্ধ্ব ১৯ দলকে আরও দৃঢ় প্রত্যয়ী করে তুলবে এবং ভবিষতে আরও ভালো ফল আনার ক্ষেত্রে উদ্দীপনা যোগাবে। ’

তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দলের এ অনন্য সাফল্যে সব খেলোয়াড়, কোচসহ সব বোর্ডের কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে মন্ত্রিসভা।

‘নিরলস অনুশীলনের মাধ্যমে যুবারা ধারাবাহিকভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে মর্মে মন্ত্রিসভা আশাবাদ ব্যক্ত করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।