ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হত্যাচেষ্টা মামলায় চার্জশিটভুক্ত ৫ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
হত্যাচেষ্টা মামলায় চার্জশিটভুক্ত ৫ আসামি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক দপ্তরিকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় স্কুল শিক্ষিকাসহ চার্জশিটভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ও রোববার রাতে পুলিশ টিকিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

এরা হলেন- ৫৮ নম্বর পশ্চিম সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলারা আক্তার এমিলি (৪৫), পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত মন্নান হাওলাদারের ছেলে মজিবর রহমান (৪৫), নূরুল হক (৫০), পাঁচশতকুড়া এলাকার পান্না আকন (৫০) ও পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে মারজান মাহমুদ ইবাদ (১৫)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আব্দুস ছত্তার ফরাজীর ছেলে ৬৭ নম্বর পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্যপ্রহরি দুলাল ফরাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে প্রতিবেশী শাহজাহান মুন্সীর স্ত্রী এমিলি বেগমের বিরোধ চলে আসছিল। এর জেরে গত বছরের ২৪ মে দুপুরে আসামিরা দুলাল ফরাজীকে কুপিয়ে গুরুতর আহত করে।  

এ ঘটনায় দুলাল ফরাজীর ভাই জামাল ফরাজী বাদী হয়ে ৯ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম ওই বছরের  ২৩ ডিসেম্বর ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।