ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে ৩ দিনের কৃষিমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জীবননগরে ৩ দিনের কৃষিমেলা শুরু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জীবননগরে তিন দিনের কৃষি মেলা শুরু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।

এ বছর কৃষক সংগঠন প্রতাবপুর আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা) ক্লাবসহ আটটি কৃষি সংগঠন এ মেলায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।