ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নতুন আইন বাস্তবায়ন হলে সড়কে দুর্ঘটনা কমবে: ইলিয়াস কাঞ্চন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
নতুন আইন বাস্তবায়ন হলে সড়কে দুর্ঘটনা কমবে: ইলিয়াস কাঞ্চন

ঢাকা: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন না হওয়ায় সড়কে বিশৃঙ্খলা কমছে না। দুর্ঘটনা এবং মৃত্যু ও পঙ্গুত্বের হার কমছে না।

যাত্রাবাড়ীতে দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক তুহিন হত্যার বিচারের দাবিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৮ সালের যে সড়ক পরিবহন আইন করা হয়েছিল সেটি বাস্তবায়ন হচ্ছে না।

মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি চলছে। কিছু লোকের কর্মস্থানের জন্য সড়কের শৃঙ্খলা ফিরছে না। দুর্ঘটনা কমছে না। আইনটি বাস্তবায়ন হলে সড়কে দুর্ঘটনায় কমবে বলে জানান তিনি।

দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা আসলে মানুষের ভুলের জন্যই ঘটে। আইন না মানার জন্য। নিয়ম না মানার জন্য। উপযুক্ত ট্রেনিং ছাড়া রাস্তায় গাড়ি চালানোর কারণে। আইনের সঠিক প্রয়োগ না করার জন্য। নিয়ম না মেনে রাস্তা পারাপারের ঘটনায় সড়ক দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, নিয়ম না মানলে সড়ক দুর্ঘটনা কমানো যাবে না। প্রতিনিয়ত সড়কে নতুন গাড়ি নামছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মালিক বলেন, চালক বলেন কেউই নিয়ম জানেও না মানেও না। নিয়ম না জানলে, না মানলে সড়ক দুর্ঘটনা কমানো যাবে না। তিনি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে বলেন, মোটরসাইকেল চালকদের দক্ষ করে প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামান। অনেকের অভিযোগ আছে চালকরা ঠিক মতো মোটরসাইকেল চলাতে পারেন না। যারা ভালো করে চালাতে পারেন না তারাই দুর্ঘটনায় শিকার হচ্ছে।

মানববন্ধনে পরিবারের সদস্যরাসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।