সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে তার গুলশানের বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়। পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি জানান।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে তাকে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগের বিবরণে বলা হয়, এমপি মোয়াজ্জেম হোসেন বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড করে সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসএমএকে/টিএ