ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৪ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
৪ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

কুষ্টিয়া: চারদিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়া বাংলাদেশি কৃষক সোলেমানের (৪৭) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে দৌলতপুর থানা পুলিশের হাছে হস্তান্তর করা হয়।

নিহত সোলেমান দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর এলাকার শাহাদতের ছেলে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি’র সহকারী পরিচালক জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্ত এলাকার ৮৪/২-এস সীমান্ত পিলার সংলগ্ন নো-ম্যানস ল্যান্ডে বিজিবি ও বিএসএফ’র মধ্যে সোলেমানের মরদেহ নেওয়ার জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের চিলমারী কোম্পানির অধিনায়ক সুবেদার কাছার আলী। আর বিএসএফের পক্ষে ছিলেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং।

আনুষ্ঠানিকতা শেষে কৃষক সোলেমানের মরদেহ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।  

৪ ফেব্রুয়ারি সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্তের ১৫৭/২-এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক সোলেমান। সেসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ বিনা উস্কানিতে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে কৃষক সোলেমান গুলিবিদ্ধ হলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের মুর্শিদাবাদের বহরমপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ ফেব্রুয়ারি বিকেলে সোলেমানের মৃত্যু হয়।

** দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক গুলিবিদ্ধ

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।