সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবৈধভাবে লিজেন্ড ও জেলটেক লিমিটেড নামের ব্যাটারি তৈরির দুটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ