ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা-জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
সাভারে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা-জরিমানা

সাভার (সাভার): সাভারে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি তৈরির দুইটি কারখানাকে সিলগালা ও একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবৈধভাবে লিজেন্ড ও জেলটেক লিমিটেড নামের ব্যাটারি তৈরির দুটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

পরে সেভেন স্টার নামে একটি র‌্যাগ তৈরির কারখানার মালিক শফিকুল ইসলামকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।