ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জলাধার ভরাট করার দায়ে ২ জনের লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
জলাধার ভরাট করার দায়ে ২ জনের লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ: বালু ফেলে জলাধার ভরাট করার দায়ে গোপালগঞ্জে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন এ রায় দেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের বাসিন্দা সাফায়েত হোসেন (৬০) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার চৌধুরী ইউনুস আলী (৬৫)।

মো. মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, জেলা সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় বালু ফেলে একটি জলাধার ভরাট করছিলেন সাফায়েত ও ইউনুস আলী- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিনা অনুমতিতে জমির শ্রেণীর পরিবর্তন করার অপরাধে তাদের দু’জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।