সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে সিরাজুলসহ ওই তিনজন আলমডাঙ্গা থেকে বাড়ি দিকে ফিরছিলেন। পথে জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে ব্রিজের কাছে এলে ভাঙা রাস্তার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছন থেকে একটি লাটাহাম্বা তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গায় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী শামিমুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআরএস