সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি ও ডুবাইল এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান চালায় গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও কালিয়াকৈর উপজেলা প্রশাসন।
পরে ডুবাইল চণ্ডিতলা এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স জে আর এইচ এন্টারপ্রাইজ ও মেসার্স ভাই ভাই ব্রিকস (এমবিবি) নামক দুটি ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে ভেঙে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়। এ দুটি ইটভাটা মালিককে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার, র্যাব-১, পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএস/জেডএস