ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
মিরপুরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলা থেকে রিমি (২৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা দিকে ওই বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বাংলানিউজকে জানান, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে মিরপুর ‌‌‌‌‌‌‌‘সি’ ব্লক এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে রিমি নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে বাসার লোকজন বলছেন, ওই গৃহকর্মী বাথরুমে শাওয়ারের সঙ্গে গলায় ফাঁস দিতে গিয়ে ফ্লোরে পড়ে যায়। বাথরুম থেকেই গৃহকর্মীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি অন্যকিছু তদন্তের পর বিস্তারিত জানা যাবে।  

ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।