ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় শেষ হলো তিন দিনব্যাপী ৬৮তম বারুণী উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
মঠবাড়িয়ায় শেষ হলো তিন দিনব্যাপী ৬৮তম বারুণী উৎসব

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট শিংগা শ্রী শ্রী পরীক্ষিৎ চাঁদ সেবাশ্রমের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) শেষ হয়েছে তিন দিনব্যাপী ৬৮তম বারুণী উৎসব। 

গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) থেকে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৬৮তম এ বারুণী উৎসব শুরু হয়। এ উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার ভক্তরা উৎসব স্থলে সমবেত হন।

এছাড়াও উৎসব প্রাঙ্গন জুড়ে ছিল মেলা।

লক্ষ্মীখালী আশ্রমের ধাম কর্তা শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর তিন দিনের এ বারুণী উৎসবের শুভ সূচনা করেন। এছাড়া শিংগা আশ্রমের মাতা পুষ্প রানী সাধু ঠাকুর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন।

ছোট শিংগা আশ্রমের ধাম কর্তা শ্রী সুধন্য চাঁদ সাধু ঠাকুর বলেন তিন দিনব্যাপী এ বারুণী উৎসবে শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন, মতুয়া দল আগমন, হরিণা মসং কীর্তন, ধর্মীয় আলোচনা
ও মহোৎসব অনুষ্ঠিত হয়। এ বারুণী উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ১০১টি মতুয়া দল ও হাজার হাজার ভক্ত উৎসবস্থলে সমবেত হয়েছেন। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো দর্শনার্থীর সমাবেশ ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বলেন, ছোট শিংগা শ্রী শ্রী পরীক্ষিৎ চাঁদ সেবাশ্রমের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের বারুণী উৎসব এলাকায় হাজার হাজার ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। এ উৎসবটি এখানকার হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান ও স্থানীয় ঐতিহ্য।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।