ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মার্চে সাতক্ষীরায় ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
মার্চে সাতক্ষীরায় ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসব

সাতক্ষীরা: মুজিববর্ষ উপলক্ষে আগামী মার্চে সাতক্ষীরায় অনুষ্ঠিত হবে ‘চেতনায় মুজিব, হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ আবৃত্তি উৎসবে খুলনা বিভাগের সব জেলা, রাজধানী ঢাকা ও প্রতিবেশী দেশ ভারতের আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।


  
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টল, কবি পল্টু বাসার, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, কবি দিলরুবা, আবৃত্তিকার শামীমা পারভীন রত্না, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, কবি সায়েম ফেরদৌস মিতুল, সংগীত শিল্পী কামরুল হাসান, কবি নিশিকান্ত বন্দোপাধ্যায়, মনিরুজ্জামান মুন্না প্রমুখ।

সভায় জানানো হয়, ৭ থেকে ১৭ মার্চ সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মুজিববর্ষ উপলক্ষে বইমেলা অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন সুবিধামত সময়ে আয়োজন করা হবে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।