ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ নিরাপদ: বেনজীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ নিরাপদ: বেনজীর

সিরাজগঞ্জ:  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, আইন-শৃঙ্খলার দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন একটি নিরাপদ রাষ্ট্র। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিএ কথা বলেন।  

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে।

সারাবিশ্বে বাংলাদেশ ম্যাজিক এখন পরিচিত। শেখ হাসিনা হলেন এ রাষ্ট্রের  ম্যাজিশিয়ান।

তিনি বলেন,  উত্তরাঞ্চলে র‍্যাব-১২ এর মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানের কারণে এ অঞ্চলে সুষম উন্নয়ন সম্ভব হয়েছে।  

এ সময় র‍্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মো. হাসিবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

এর আগে কেক কেটে র‍্যাব-১২'র ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদ্বোধন করেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।     

সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যাব-১২'র ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। দিনটি পালন উপলক্ষে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাতে আতশবাজির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।