সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিএ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে।
তিনি বলেন, উত্তরাঞ্চলে র্যাব-১২ এর মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানের কারণে এ অঞ্চলে সুষম উন্নয়ন সম্ভব হয়েছে।
এ সময় র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মো. হাসিবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে কেক কেটে র্যাব-১২'র ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদ্বোধন করেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র্যাব-১২'র ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। দিনটি পালন উপলক্ষে র্যাব-১২ প্রধান কার্যালয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাতে আতশবাজির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২০
আরএ