প্রথমে তাদের একটি বিক্ষোভ মিছিল রাজশাহী বিদ্যুৎ ভবন থেকে বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খানসহ উপস্থিত কর্মচারীদের অনেকে।
এ সময় রাজশাহী ও রংপুর বিভাগের ক্রিকেট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, দীর্ঘ ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত আছেন।
কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। ফলে রাজশাহী ও রংপুর এই দুই বিভাগের ৬শ' জনের ঊর্ধ্বে পিচরেট কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই অবিলম্বে তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএস/এমকেআর