ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেসকোর কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
নেসকোর কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি

রাজশাহী: চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী ও রংপুর বিভাগের কর্মচারীরা। নেসকোর দুই বিভাগীয় শহরের অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী (পিচ রেট) কর্মচারীরা সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

প্রথমে তাদের একটি বিক্ষোভ মিছিল রাজশাহী বিদ্যুৎ ভবন থেকে বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে তারা সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে মিলিত হয়। সেখানে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খানসহ উপস্থিত কর্মচারীদের অনেকে।

এ সময় রাজশাহী ও রংপুর বিভাগের ক্রিকেট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, দীর্ঘ ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত আছেন।

কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। ফলে রাজশাহী ও রংপুর এই দুই বিভাগের ৬শ' জনের ঊর্ধ্বে পিচরেট কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই অবিলম্বে তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।