সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকার রিপন সাহা (৩০), গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকার বাপ্পা সাহা (৩০) ও ভোলার বোরহানউদ্দিন বাজার এলাকার শুভ সাহা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় বরিশাল নগর থেকে গৌরনদীমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যান ও আট বোতল বিদেশী মদসহ তিন যুবককে আটক করা হয়। মাইক্রোবাসটি একটি বিয়ের বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে ছিল।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমআরএ