সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘আইজিসিসি এইচসিআই-ক্লাসিক্যাল মিউজিক সিরিজ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন ঢাকা, ভারতীয় সহকারি হাই কমিশন চট্টগ্রামের আয়োজনে এবং চট্টগ্রাম সংগীত ভবনের প্রযোজনায় এ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
বক্তব্যের শুরুতে অনিন্দ ব্যানার্জী বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মুক্তিযুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি অত্যন্ত গর্ববোধ করছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, জনগণ ও সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারত ও বাংলাদেশ ১৯৭১ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। দুই দেশের অর্থনীতি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ৪৮ বছরে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক অনেক উন্নতি করেছে। বাংলাদেশের উন্নতিতে আমরা ভারতবাসীরা আনন্দিত।
অনিন্দ ব্যানার্জী বলেন, গত দুই বছরে আমরা বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতিকে সহজ করার প্রচেষ্টা করে আসছি। এ অঞ্চলের জনগণের সুবিধার কথা বিবেচনা করে গত দুই বছরে কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা সেন্টার খুলেছি। এতে নিশ্চয়ই আপনাদের অনেক উপকার হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের এক কোটি মানুষকে আশ্রয় ও খাবার দিয়েছে, যুদ্ধে অস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় আমরা মাত্র ৯ মাসে স্বাধীনতা লাভ করেছি যা পৃথিবীর ইতিহাসে বিরল।
তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।
অনুষ্ঠানে ফেনীর জেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় আগত অতিথিদের ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে উপহার দেন অনিন্দ ব্যানার্জী।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএইচডি/এমআরএ