ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নতুন শিডিউলে যাত্রা শুরু মৈত্রী এক্সপ্রেসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
নতুন শিডিউলে যাত্রা শুরু মৈত্রী এক্সপ্রেসের

ঢাকা: এখন থেকে সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে নতুন এ ট্রিপের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর আগে সপ্তাহে চারদিন চলাচল করতো এই ট্রেন।

রেলমন্ত্রী জানান, মঙ্গলবারে নতুন আরও একদিন যুক্ত হয়ে এখন থেকে সপ্তাহে পাঁচ দিন ঢাকা-কলকাতা রুটে চলাচল করবে এ ট্রেন। সপ্তাহে শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার চলাচল করবে এবং  বন্ধ থাকবে প্রতি সোম ও বৃহস্পতিবার।

 

সপ্তাহে পাঁচদিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছাবে বিকেল ৪টায়।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে মোট ৪৫৬টি চেয়ার রয়েছে। এর মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ার রয়েছে। এসি সিটের ভাড়া ৩৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২৪৫৫ টাকা।  

বাড়তি ট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।