ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের দুঃখ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বাংলানিউজের দুঃখ প্রকাশ

প্রিয় পাঠক, গত ৯ ফেব্রুয়ারি বাংলানিউজে ‘দেশে কেউ বেকার নেই, সবাই ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিশ্বের বৃহত্তম স্টার্টআপ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’ বাংলাদেশ অঞ্চলের চূড়ান্ত পর্বের গ্র্যান্ড ফাইনালে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক `দেশে কোনো বেকার নেই' এ ধরনের কোনো কথা বলেননি।  

প্রতিবেদনের শিরোনামে শব্দচয়ন সঠিক না হওয়ায় বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পরপরই তা সংশোধন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করছে বাংলানিউজ কর্তৃপক্ষ।

পাঠকদের বস্তুনিষ্ট ও সঠিক সংবাদ ও বিনোদন দিতে বাংলানিউজ অঙ্গীকারাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমএ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।