ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আবিক নামে এক আরোহী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই উপজেলার কার্তিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাঈম একই উপজেলার শিলাকোঠা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং আহত আবিক সম্পর্কে নাঈমের ফুফাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে আবিককে সঙ্গে নিয়ে দোহার যাচ্ছিলেন নাঈম। পথে কার্তিকপুর কালিমন্দিরের সামনে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন নাঈম এবং আহত হয় আকিব। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন এবং আবিককে প্রাথমিক চিকিৎসা দেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরাফাত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।