মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিমের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোমেনা আকতার। এ বিষয়ে তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিআইডি জানায়, গ্রেফতার হওয়া যুবক ‘Amir Hamza’ নামে ভুয়া ফেসবুক আইডি দিয়ে Mr. Top Up BD নামে একটি পেইজ থেকে অনলাইনে গেমসের ওয়েব মানি দেওয়ার কথা বলে আর্থিক প্রতারণা করে আসছিলেন।
এএসপি মোমেনা আকতার জানান, সাইবার মনিটরিং সেল প্রতিনিয়ত ফেসবুক পেইজসহ বিভিন্ন স্যোস্যাল মিডিয়া মনিটরিং করে থাকে। মনিটরিং টিমের কাছে একটি অভিযোগ আসে যে, Amir Hamza নামক ফেইক ফেসবুক আইডি দিয়ে Mr. Top Up BD -মি. টপ আপ, নামে পেইজ খুলে অনলাইন গেমসের ওয়েব মানি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
এ অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মনিটরিং সেল ফেসবুক পেইজটির অ্যাডমিনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
মোমেনা আকতার বলেন, অনলাইন ফ্রি গেম খেলা বা প্রতারণার সঙ্গে যারা জড়িত সিআইডির সাইবার মনিটরিং টিম তাদের কর্মকাণ্ড প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। যে বা যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
পিএম/ওএইচ/