ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
উখিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশনের দক্ষিণে গ্যাসপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ওই ব্যক্তির নাম আব্দুল হাকিম।

তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার এক নম্বর ওয়ার্ডের আলতাছ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোট বাজার থেকে উখিয়া যাওয়ার সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ড্রামট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল হাকিম নিহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫২, ফেব্রুয়ারি ১১,২০২০
এসবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।