মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আব্দুল হাকিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোট বাজার থেকে উখিয়া যাওয়ার সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ড্রামট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল হাকিম নিহত হন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২, ফেব্রুয়ারি ১১,২০২০
এসবি/এবি