ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
শৈলকুপায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী দিদার লস্করকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিএমএ আলিম আল রাজী এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্ত দিদার লস্কর শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।

 
 
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী দিদার লস্কর। পরদিন ২৯ সেপ্টেম্বর নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার প্রধান আসামি দিদার লস্করকে ফাঁসির আদেশ দেন আদালত এবং মামলায় অন্য দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের এ মামলা হতে বেকসুর খালাস দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামি লস্কর পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।