বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মগবাজারে সোসাইটির জাতীয় সদর দপ্তরে ঢাকা, চট্রগ্রাম এবং সিলেট রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংককে বাস এবং এর চাবি দেওয়া হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের প্রয়োজনীয় নিরাপদ রক্তের চাহিদা মেটাতে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ি ও এর চাবি ঢাকা, চট্রগ্রাম ও সিলেট ব্লাড ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরকেআর/এফএম